কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা

কালের কণ্ঠ গাজীউল হাসান খান প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৯:৩৭

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত একজন সাবেক প্রেসিডেন্ট হলেও ডোনাল্ড ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্য এখন শুধু তাঁর নিজ দেশে নয়, বিশ্বব্যাপী তুমুল আলোচনার সূত্রপাত করেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নতুনভাবে মাঠে নামা ট্রাম্প বলেছেন, তাঁর এক টার্মের শাসনামলে তিনি দেশের অর্থনীতিতে আশাতীত উৎকর্ষ সাধন করেছিলেন। চীনের বিপরীতে বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্রের ছিল অত্যন্ত চাঙ্গাভাব। চীনের সঙ্গে তিনি এক বাণিজ্যযুদ্ধ শুরু করলেও কূটনৈতিক ক্ষেত্রে অবাঞ্ছিত কোনো উত্তেজনা কিংবা সংকট সৃষ্টি করেননি।


তাইওয়ানের সঙ্গে সার্বিক সহযোগিতা বজায় রাখতে গিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধংদেহি কোনো পরিস্থিতি সৃষ্টি করেননি। তা ছাড়া দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোনো বিভাজন কিংবা স্থায়ী বিরোধের জন্ম দেননি, যা যুদ্ধবিগ্রহের হুমকি-ধমকির সূচনা করতে পারে। তিনি বলেছেন, তাঁর শাসনামলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল অত্যন্ত সহনশীল এবং কর্মসংস্থান পরিস্থিতি ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। এ ক্ষেত্রে ব্যর্থতার জন্য তিনি মূলত বর্তমান ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট বাইডেনকেই দায়ী করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও