কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্য গুলিবিদ্ধ!

কালের কণ্ঠ কক্সবাজার সদর প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ২০:২৭

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের গুলিতে কাউসার আহমেদ (২৮) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কাউসার আহমেদ এপিবিএন-১৬ এর মৌচনী ক্যাম্প পুলিশ ফাঁড়ির কনস্টেবল। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পের জাকের ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের জাকেরের ডেইল নামক স্থানে এপিবিএনের একটি দল অভিযান চালায়।


এ সময় পাহাড়ি রোহিঙ্গা গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনেস্টেবল কাউসার গুলিবিদ্ধ হন।   এ বিষয়ে এপিবিএন-১৬ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নুর জানান, মঙ্গলবার দুপুরে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের একটি দল আই ব্লকে সশস্ত্র গ্রুপ অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় মুখোশধারী সশস্ত্র রোহিঙ্গারা এপিবিএনের মুখোমুখী হলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এসময় তাদের গুলিতে কনস্টেবল মোহাম্মদ কাউসার গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও