বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট চলতে পারে ২০২৬ সাল পর্যন্ত: ব্লুমবার্গ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ২০:২৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে খনিজ তেল, কয়লার মতো জ্বালানি গ্যাসের দামও প্রতিদিনই বাড়ছে বিশ্বজুড়ে; আর এই মূল্যবৃদ্ধির ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন উন্নয়নশীল দেশ।


সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন যে বিদ্যুৎবিভ্রাট হচ্ছে তার প্রধান কারণ বৈশ্বিক বাজারে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি।  বাজারের পরিস্থিত যদি অপরিবর্তিত থাকে—সেক্ষেত্রে আগামী তিন বছর, অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত এই ভোগান্তি  বাংলাদেশকে সহ্য করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।


দেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তার বার্ষিক গ্যাসের চাহিদার ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি করে থাকে। তরলীকৃত (এলএনজি) আকারে এই গ্যাস আমদানি করা হয়।


কাতারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি রয়েছে। সে চুক্তির আওতায় আমদানিকৃত গ্যাসের কিছু অংশ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে থেকে ছাড়কৃত মূল্যে পায় বাংলাদেশ। বাকি অংশ খোলা বাজার থেকে কেনে বাংলাদেশের সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও