‘ট্রেন ধাক্কা দেয় না, অন্য যানবাহন ট্রেনকে ধাক্কা দেয়’

যুগান্তর গোপালগঞ্জ সদর প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৬:৩৯

‘ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না। অন্য যানবাহন এসে ট্রেনকে ধাক্কা দেয়। ট্রেনকে কেউ যদি ধাক্কা দি‌য়ে দুর্ঘটনা ঘটায়, এ দায় কি রে‌লের? ট্রেন তো নি‌জের পথে চলে। অন্যরা রে‌ললাইনের ওপর দি‌য়ে রাস্তা তৈরি ক‌রে চলাচল করে। তাহলে তাদের দা‌য়িত্ব, জনগণকে নিরাপত্তা দেওয়া।’


সোমবার (১ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসব কথা ব‌লেন। এ সময় মন্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করেন।


মন্ত্রী ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম্যমাণ রেল জাদুঘ‌রটি উদ্বোধন করে এটি ঘুরে দেখেন। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ জাদুঘর‌টি সাধারণ জনগণ ও শিক্ষার্থী‌দের জন্য উন্মুক্ত থাক‌বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও