![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F07%2F31%2F296909713_152127070745336_7211425709166959145_n-1980a2be0a0abbdc6d09f0f83c1dc601.jpg%3Fjadewits_media_id%3D805273)
পরীমণির সাধ, খাওয়াচ্ছেন মায়েরা
এই তো আর কয়েকটা দিন, তারপর মা পরীমণির ঘরে আসবে ফুটফুটে সন্তান। তাই অনাগত অতিথির অপেক্ষায় থাকা এ নায়িকাকে সাধ খাওয়াচ্ছেন তার সিনেমার মায়েরা।
মিডিয়ায় পরীমণি মা হিসেবে বেশ সুখ্যাতি আছে পরিচালক চয়নিকা চৌধুরীর। তারা নিজেরাও সেটা স্বীকার করেন। পরিচালকের একাধিক ছবিতে কাজও করেছেন পরী। সেখান থেকেই মা-মেয়ের সম্পর্ক। এই নির্মাতা এবার মেয়ে পরীর মুখে তুলে দিলের সাধের খাবার।
এর বেশ কিছু ছবি আজ (৩১ জুলাই) ফেসবুকে পোস্ট করে সে বিষয়টি জানান দিয়েছেন নায়িকা। তাকে খাইয়েছেন আরেক মা শিল্পী সরকার অপুও।
চলচ্চিত্রে তিনি পরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আবার এই অভিনেত্রী চিত্রনায়ক ইয়াশ রোশানের মা-ও।
বুধবার (২৭ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন শিল্পী সরকার অপু। তিনি অন্তঃসত্ত্বা পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার হিসেবে দুটো শাড়িও নিয়ে যান। সেই মায়ের দেওয়া শাড়ি পরেই তার হাতের রান্না করা খাবার খেয়েছেন পরী।
- ট্যাগ:
- বিনোদন
- ঢালিউড তারকা
- সন্তান ধারণ
- পরী মণি