ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। এছাড়া ওই দুর্ঘটনায় আহতদেরও ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
এর আগে শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে কোচিং সেন্টারের শিক্ষকরা মিরসরাইয়ে খৈয়াছড়া পানির ঝরনা দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুরে খৈয়াছড়া রেলস্টেশনের কাছে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটিকে। দুমড়ে-মুচড়ে যায় যানটি। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠান।