![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/07/29/og/123732Barisal.jpg)
কীর্তনখোলায় অজ্ঞাত তরুণীর মরদেহ
বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বরিশাল সদর নৌ-থানা পুলিশের ওসি হাসনাত জামান বলেন, বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তণখোলা নদীর তীরে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে থ্রি-পিস পরিহিত ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে লাশটি অর্ধগলিত ছিলো। এছাড়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।