বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিল জিম্বাবুয়ে
সীমিত ওভারে দুটি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে। হারারেতে শনিবার (৩০ জুলাই) শুরু টি-টোয়েন্টি সিরিজ। আজ রাতে সেই সিরিজের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির বোর্ড।
কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ৬ বছর পর বিশ্ব আসরে ফিরেছে জিম্বাবুয়ে। তবে সেই টুর্নামেন্টে জোড়া ধাক্কাও খেয়েছে তারা। সে সময় চোটে পড়া অভিজ্ঞ দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির খেলা হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে।
চাতারা আঘাত পান কাঁধে। মুজারাবানির চোট ঊরুতে। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা। এই দুজনের অন্তর্ভুক্তি ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে খেলা দলটির ওপরই ভরসা রেখেছে জিম্বাবুয়ে বোর্ড।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার (৩১ জুলাই), শেষটি মঙ্গলবার (২ আগস্ট)। ওয়ানডে তিনটি হবে ৫,৭ ও ১০ আগস্ট। সব কটি ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।