কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাঞ্জাবে পিটিআইকে হারাতে সরকার সব করেছিল: ইমরান

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ২২:০৯

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, সম্প্রতি শেষ হওয়া পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে তাঁর দলকে হারাতে সরকার সবকিছু করেছিল। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি করেন। ইমরান খান বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা হামজা শরিফ ও পাকিস্তানের নির্বাচন কমিশন উপনির্বাচনে তাঁর দলকে হারাতে কাজ করে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফ যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী পদের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে জোটের শরিক পিএমএল-কিউ নেতা চৌধুরী পারভেজ এলাহিকে প্রার্থী করে ইমরানের দল পিটিআই। তিনি পান ১৮৬ ভোট। ক্ষমতাসীন পিএমএল-এনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ পান ১৭৯ ভোট। কিন্তু পিএমএল-কিউ প্রধান চৌধুরী সুজাত হোসেন দলের সদস্যদের ভোটদানে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দাবি করে পিএমএল-কিউয়ের ১০ ভোট বাতিল করেন ডেপুটি স্পিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও