কাদায় পুঁতে রাখা হয় নারীর মুখ, গলায় ছিল ওড়নার ফাঁস
বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউপির মুরাইল বাজারের কুশপুকুরিয়া নামক এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা বগুড়াদর দুপচাঁচিয়ার সাহারপুকুর এলকার আবুল কাশেমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুরাইল বাজার সংলগ্ন এলাকায় জনৈক শফি মন্ডলের ফসলি জমিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মর্জিনা বেগমের মুখমণ্ডল কাদায় পুঁতে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সেখানে ওই নারীর মরদেহের একাংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।