You have reached your daily news limit

Please log in to continue


সামান্থাকে নাম্বার ওয়ান স্টার বলে বিপাকে করণ

সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন এপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়। 


কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শো’র একটি এপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই এপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু। 

এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা, নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন