ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

www.ajkerpatrika.com স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ২১:১৮

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৯৯ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 



স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। 



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৯৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং বাইরে ২৫ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬০ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৪০ জন এবং বাইরে ছিলেন ২০ জন। 



বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০১ জন ডেঙ্গু রোগী। আগেরদিন ছিলেন ২৭৬ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২৭ জন এবং বাইরে ৭৪ জন। আগের দিন ঢাকায় ভর্তি ২১২ জন এবং বাইরে ছিলেন ৬৪ জন। 


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৬ দিনে এক হাজার ২১৬ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন আটজন ডেঙ্গু রোগী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও