আপনি কি চশমা পড়েন? কেমন চলছে ব্যবহার্য পণ্যটির বাজার
ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বাড়ছে মূল্যস্ফীতি। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বেড়েছে আমদানি ব্যয়। এর বাইরে নেই চশমার বাজার। ব্যবহার্য জিনিসটি নানা উপকরণ দ্বিগুণ ব্যয়ে আনতে হচ্ছে বলে ব্যবসায়ীদের ভাষ্য।
ব্যবসায়ীরা বলছেন, দেশে চশমা তৈরি হয় না। ফ্রেম থেকে কাঁচ সবই আমদানি করতে হয়। বিভিন্ন দেশ থেকে চশমা আমদানি করে বিক্রি করা হয় বাজারে। আমদানি ব্যয় বাড়ায় দাম বেড়েছে চশমার।
ফ্রেম ভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে আমদানি ব্যয়। আবার কাঁচের ক্ষেত্রে দাম বেড়েছে আরও বেশি। অন্যদিকে দাম বাড়ায় কমেছে ক্রেতাও। আগে যারা শখ করে হলেও ফ্রেম বদলাতেন তেমন ক্রেতারা এখন সময় নিচ্ছেন বলে ব্যবসায়ীরা বলছেন।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেট, মগবাজার, এলিফ্যান্ট রোড়, নিউমার্কেট, সাইন্সল্যাবসহ বিভিন্ন চশমা মার্কেটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।