নিজেরাও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন: সাংবাদিকদের সুবহা
পাঁচ/ছয় মাস ধরে ইলিয়াসের পরিবার এবং আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল। এজন্য আমি তাদের সাথে মীমাংসা করে ফেলেছি। পাশাপাশি কেসও তুলে নিয়েছি, সেও তাই করেছে। আর যা হয়েছে দুজনেরই জীবনের ভালোর জন্য। দুই পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও অনুরোধে সবকিছু হয়েছে।
এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে সামাজিকভাবে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কী আছে? না দিতে পারলে বলতো আমরা দিতে পারবো না, তখনই মীমাংসার সময়ে। কিন্তু তখন এই কথাগুলো বলেনি তার পরিবার!!
শুধুমাত্র আমাকে ছোট করার জন্যই সামাজিকভাবে এইসব বলা এবং করা হচ্ছে। অথচ মীমাংসার আপসনামায় স্পষ্ট করে লেখা আছে, কেউ কারো বিরুদ্ধে সামাজিকভাবে কোনো হেয় প্রতিপূর্ণমূলক কথা একে অপরকে বলবো না এবং একে অপরের মামলা নিজ দায়িত্বে তুলে ফেলবো।