নিলামে ‘অ্যাপল-১’ কম্পিউটারের আদিরূপ
অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ ওজনিয়াকের হাতে শোল্ডার করা সার্কিট বোর্ড যুক্ত ‘অ্যাপল-১’ কম্পিউটারের আদিরূপ বা প্রোটোটাইপ নিলামে উঠেছে।
‘অ্যাপল কম্পিউটার এ’ নামের ‘বিরল’ এবং ‘ঐতিহাসিক’ এই প্রোটোটাইপটি তৈরি হয়েছিল ১৯৭৬ সালে। এ বছরই অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। অর্থাৎ এই প্রোটোটাইপের হাত ধরেই মূলত তৈরি করা হয়েছে ‘অ্যাপল-১’। আর তাই প্রযুক্তিবিশ্বের নজর কেড়েছে এই নিলামের খবর।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘আরআর অকশন’ এরই মধ্যে প্রোটোটাইপটির নিলাম কার্যক্রম শুরু করেছে। ১৯ আগস্ট পর্যন্ত চলা এ নিলামে প্রোটোটাইপটির দাম পাঁচ লাখ ডলার উঠতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কিবোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হতো কম্পিউটারটি।