কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুস্থবোধ করছেন প্রেসিডেন্ট বাইডেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১২:২৯

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। ধীরে ধীরে করোনা উপসর্গ কাটিয়ে উঠছেন তিনি। এ সপ্তাহেই পুরোপুরি কাজে ফিরবেন বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।


মাইক্রোচিপ প্রস্তুত করা নিয়ে ব্যবসায়িক নেতা ও স্টাফদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমি খুব ভালোবোধ করছি।’


কিছুটা ভাঙা স্বরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এসময় হেসে বলেন, পোষা কুকুরদের জন্য তাকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যেতে হয়েছে।


গত বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর হোয়াইট হাউজে আইসোলেশনে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুস্থ হয়ে এ সপ্তাহের শেষে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


এর আগে, হোয়াইট হাউজের তরফে জানানো হয়, ৭৯ বছর বয়সী বাইডেনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। যদিও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও