কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নাফনদে বিজিবির অভিযানে সাড়ে ২২ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফে নাফনদ সংলগ্ন খরের দ্বীপ থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩ কেজি ২২১ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি ১০ লাখ টাকা। এসময় ২ লাখ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।

সোমবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানে এক সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রমুখ।

সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ জানান, ‘গতকাল সোমবার দুপুরে হ্নীলা এলাকা দিয়ে নাফনদের তীরে খরের দ্বীপে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান মজুদ রাখার খবরে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারসহ বিজিবির দুইটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে জঙ্গলে গাছের গোড়ায় লুকিয়ে রাখায় একটি বস্তা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’ এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন