You have reached your daily news limit

Please log in to continue


শোয়েব মালিক-ইউসুফ পাঠান-ধোনির রেকর্ড ভেঙে দিলেন অক্ষর

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙ্গে দিলেন অক্ষর প্যাটেল। 

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলার অক্ষর প্যাটেলের দুর্দান্ত ইনিংসে ভর করে ৩১১ রানের বিশাল টার্গেট তাড়ায় জয় পায় তারকাহীন ভারত। 

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ঋষভ পন্থের মতো তারকাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করে, তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত। 

রোববার ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ৩১২ রানের বিশাল টার্গেট তাড়ায় ২০৫ রানে অধিনায়ক শিখর ধাওয়ান, শুভমান গিল, সুরাইয়া কুমার যাদব, স্রেয়াশ আইয়ার ও সানজু স্যামসনের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত। ষষ্ঠ উইকেট জুটিতে অফ স্পিনার দিপক হুডার সঙ্গে ৫১ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল। 

এরপর দুই পেসার শার্দুল ঠাকুর ও আবেশ খানের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান প্যাটেল। 

ভারতকে জয় উপহার দিতে ২৮ বছর বয়সী এই বাঁ-হাতি বোলার ৩৫ বল খেলে তিন চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা এড়িয়ে ২ বল হাতে রেখেই ২ উইকেটের জয় পায় ভারত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন