আপনি যা অর্শ ভাবছেন তা Fissure, Fistula নয় তো? রোগ লক্ষণ ও চিকিৎসা জানাচ্ছেন চিকিৎসক

eisamay.com প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৬:১০

পাইলস এক গুরুতর রোগ। প্রচুর মানুষ এই অসুখে আক্রান্ত। তাই পাইলস নিয়ে মানুষকে সতর্ক হয়ে যেতে বলেন চিকিৎসকরা। কারণ প্রথমাবস্থায় চিকিৎসা হলে এই রোগ থেকে নিস্তার পাওয়া যায় সহজেই।


এবার অর্শ (Piles) রোগটির ক্ষেত্রে পায়খানার সময় রক্ত বের হয়। কিন্তু শুধু এই রোগটি নয়, এর পাশাপাশি Fissure, Fistula-এর ক্ষেত্রেও রক্ত (Bleeding) বের হতে পারে। এমনকী রোগ লক্ষণও থাকে কিছুটা একই। তাই মানুষ সহজে বুঝতে পারেন না যে কী অসুখ হয়েছে। তাই সেই সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি।


এই প্রসঙ্গে আমাদের জানালেন কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল। তিনি বলেন, আসলে এই অসুখগুলির ক্ষেত্রে রক্ত পড়াটা কমন বিষয়। তাই বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না সমস্যা সম্পর্কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও