You have reached your daily news limit

Please log in to continue


ঠাসা সূচিতেও ওয়ানডের ভবিষ্যৎ দেখেন ডি কক

ওয়ানডের পতন নিয়ে সুরটা ধীরে ধীরে চড়া হচ্ছে। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী ও উসমান খাজা এর আগে ওয়ানডের গুরুত্বহীন হয়ে পড়া নিয়ে কথা বলেছেন। ঠাসা সূচিতে কুলিয়ে উঠতে না পারায় বেন স্টোকস ওয়ানডে ছাড়ার পর থেকেই মূলত এই সংস্করণের গুরুত্ব নিয়ে পক্ষে–বিপক্ষে কথা চলছে।

কুইন্টন ডি কক ও জস বাটলার সরাসরি ওয়ানডের বিপক্ষে কিছু বলেননি। কিন্তু ঠাসা সূচিতে সব সংস্করণ খেলার যে সমস্যা—তা বুঝিয়ে বললেন।


গত বছর বাবা হওয়ার পর পরিবারকে বেশি করে সময় দিতে টেস্ট ক্রিকেট ছাড়েন ডি কক। একটি সংস্করণ ছাড়ার পরও তাঁর ব্যস্ততা কমেনি আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য।

লিডসে কাল দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে বৃস্টিতে পরিত্যক্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে সূচির ব্যস্ততা নিয়ে কথা বলেন এই প্রোটিয়া ওপেনার। আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ২৭.৪ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তুলে ফেলেছিল। ৯২ রানে অপরাজিত ছিলেন কক। কিন্তু এরপর বেরসিক বৃস্টিতে খেলা আর হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন