ঢিলেঢালায় পোশাকেই আরাম বেশি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৯:৪৬

এখনকার তরুণীরা ঢিলেঢালা পোশাকেই বেশি স্বচ্ছন্দ। তাই ডিজাইনাররাও মনোযোগ দিয়েছেন এমন পোশাকে। বিশেষ করে ফ্রকের কাট ও প্যাটার্নে এসেছে বেশি বৈচিত্র্য। ডিজাইনারদের সঙ্গে কথা বলে লিখেছেন আতিফ আতাউর   এখন তরুণীরা শুধু ফ্যাশনে সন্তুষ্ট নন, তাঁরা ফ্যাশনের সঙ্গে আরাম চান। 


পোশাকে বিষয়টি নিশ্চিত করতে ডিজাইনারদের চেষ্টার কমতি নেই। শিফন, সুতি, ক্রেপ, জর্জেট, সিল্ক, লিনেন, মসলিনের মতো শুধু আরামদায়ক কাপড়ই নয়, সঙ্গে জুতসই কাট ও প্যাটার্নেও মনোযোগ দিচ্ছেন তাঁরা। তবে আরামের কথা মাথায় রেখে জোর দিচ্ছেন ঢিলেঢালা প্যার্টানে। দেশীয় কিংবা পাশ্চাত্য সব পোশাকের কাটছাঁটে এই প্যার্টান বজায় রাখছেন ডিজাইনাররা। গরমের পোশাকে তরুণীদের পছন্দ ছোট হাতার লম্বা ফতুয়া, হাতাকাটা কামিজ বা ছোট হাতার শার্ট। ফতুয়া, কামিজ, ব্লাউজেও গরমে আরামের জন্য চারকোনা, পানপাতা ও ভি-আকৃতির গলার দেখা মিলছে বেশি।


ফ্রক ও টপ সাধারণত ছোট মেয়েরাই বেশি পরে। তবে সেই ধারায়ও বদল এসেছে। তরুণীরাও এখন ফ্রক বা টপে সাবলীল। ফ্রকের কাটিংয়ে এমনিতেই ঢিলেভাব। তাতে কাটছাঁট ও প্যাটার্নে নতুনত্ব নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। কোনো কোনো ফ্রকের সামনের দিকের ঝুল হাঁটু পর্যন্ত থাকলেও পেছনের ঝুল নেমে গেছে পা পর্যন্ত। ফ্রকের কোমরে ফিতার ব্যবহার, গলা ও হাতার কাজে বৈচিত্র্য এসেছে এবার। টপের ওপর থাকছে আলাদাভাবে বসানো বিভিন্ন আকৃতির কলার। টপের ডান দিকে বেশি ঝুলে গেলে বাঁ দিকটা রাখা হয়েছে ওপরের দিকে। স্লিভলেস, ম্যাগি ও ক্যাপ স্টাইল হাতায়ও এসেছে নানা পরিবর্তন। বিশ্বরঙের স্বত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানালেন, ‘গরমে এখনকার তরুণীরা ঢিলেঢালা পোশাক পরতেই বেশি অভ্যস্ত। আমরাও পোশাকে সেই ধারা তুলে ধরেছি। পোশাকটি আবার যেন তাদের সঙ্গে মানিয়ে যায় এবং ফ্যাশনেবল হয় সে জন্য গলা ও হাতার ডিজাইনে বৈচিত্র্য আনা হয়েছে। কামিজ, টপ, কুর্তি, গাউন, কাফতানের বোতাম, ফিতায় আলাদা মনোযোগ দেওয়া হয়েছে। তরুণীরাও এমন ঢিলেঢালা পোশাক সুন্দরভাবে ক্যারি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও