কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যৌন নিপীড়নের দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি

সমকাল ড. রাহমান নাসির উদ্দিন প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৯:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচজন ছাত্র মিলে একজন ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে উত্তাল শিক্ষার্থী বিক্ষোভ, তা যে কোনো বিবেচনাতেই সমর্থনযোগ্য। শিক্ষার্থীদের দেওয়া চার দফা দাবি চার কর্মদিবসের মধ্যেই পূরণ করা হবে- এ মর্মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগতভাবে একমত। যে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার ঘটনা ঘটে, তার পরদিনই প্রশাসন জরুরি ভিত্তিতে সব হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে নিয়ে জরুরি সভায় বসে। তদন্ত কমিটিও গঠন করা হয়। যৌন নিপীড়নের বিরুদ্ধে 'শূন্য সহিষুষ্ণতা' ঘোষণা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার করা হয়।


প্রশাসনের এ ত্বরিত ব্যবস্থা স্বাগত হলেও বিপত্তি ঘটে অন্য একটি সিদ্ধান্তে। খবর ছড়িয়ে পড়ে যে, ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও এ সিদ্ধান্ত ২০ জুলাই থেকে কার্যকরের কথা রটে যায়। দুই শতাধিক ছাত্রী ২০ তারিখ রাত ১০টায় নিজ নিজ হল থেকে বের হয়ে ভিসির বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও