You have reached your daily news limit

Please log in to continue


পিচের কারণে বাংলাদেশের সঙ্গে পারেনি উইন্ডিজ : চাহাল

এক সপ্তাহও হয়নি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে উইন্ডিজ। দেশের মাটিতে তিন ম্যাচের ওই সিরিজে তারা ধোলাই হয়েছে। কোনো ম্যাচেই তাদের স্কোর ২০০ ছুঁতে পারেনি। অথচ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০৮ রান তাড়ায় নেমে প্রায় জিতেই গিয়েছিল ক্যারিবিয়ানরা।

শেষ ওভারে হারতে হয় ৩ রানে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যারা ২০০ করতে পারেনি, তারা ভারতের বিপক্ষে ৩০০ ছাড়াল কিভাবে?

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৪৯, ১০৮ এবং ১৭৮ রান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা ৩০৫ রান পর্যন্ত যেতে পেরেছে। শেষ ওভারে তো তারা প্রায় জিতেই যাচ্ছিল।  ম্যাচ শেষে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, 'আমরা ভয় পেয়েছিলাম। ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে। ' কিন্তু ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ভালো খেলার কারণ কী?

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন