ইউটিউবে আলোচিত ঈদের ১০ নাটক
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৬:৩৪
টেলিভিশনের চেয়ে এখন অনলাইনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে খণ্ড বা ধারাবাহিক নাটক দেখার প্রবণতা বেশি। আরও বেশি দর্শকের কাছে নাটক পৌঁছে দেওয়া ও ব্যবসায়িক দিক চিন্তা করে টেলিভিশন কর্তৃপক্ষও টিভিতে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকগুলো ইউটিউবে প্রকাশ করছে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে টিভি ও ইউটিউব মিলিয়ে পাঁচ শতাধিক নাটক প্রচার হয়েছে। ইউটিউবে কোনো নাটক ছাড়িয়েছে কোটি ভিউ। ইউটিউব দর্শকেরা চাহিদার বিষয়টি দেখে স্বয়ংক্রিয়ভাবে একটা তালিকা তৈরি করে। সে তালিকা ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের দিন থেকেই ১ নম্বরে আছে কাজল আরেফিন পরিচালিত ‘গুড বাজ’।
একই পরিচালকের ‘ব্যাচেলরস কুরবানি’ ছিল তালিকায় দুইয়ে, যা এখন নেমে গেছে তিনে। গতকাল শুক্রবার সকাল থেকে দুইয়ে জায়গা করে নিয়েছে মহিদুল মহিমের ‘দরদ’।