You have reached your daily news limit

Please log in to continue


আবাহনী ম্যাচেই ট্রফি নিয়ে উদযাপন করতে চায় কিংস

দুই ম্যাচ হাতে রেখেই ২০২১-২২ মৌসুমের লিগ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। এখন শুধু ট্রফি নিয়ে উদযাপন বাকি। সেই উদযাপনটা বসুন্ধরা কিংস করতে চায় ২৫ জুলাই আবাহনীর বিপক্ষে ম্যাচের পর। সাধারণত লিগের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়।

 

কিন্তু বসুন্ধরা কিংসের চাওয়া নিজেদের মাঠে আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ট্রফি উদযাপন করবে তারা। এ ব্যাপারে ইতোমধ্যে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস।  

 

অভিষেকের পর প্রথম ক্লাব হিসেবে টানা তিনটি লিগ শিরোপা জয় করে ইতিহাস গড়েছে কর্পোরেট ক্লাবটি। লিগ শিরোপা নিশ্চিত হলেও এখনো ট্রফি নিয়ে উদযাপন করেনি কিংস। আগামী ২৫ জুলাই (সোমবার) লিগের ২১তম রাউন্ডে বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, আর রানার আপ আবাহনী। এই রাউন্ডে চ্যাম্পিয়ন ও রানার আপের ম্যাচ হওয়ায় এ দিনই লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস।  

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন