কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আখাউড়া স্থলবন্দর দিয়ে এক বছরে আমদানি বেড়েছে ২৬২ গুণ

প্রথম আলো আখাউড়া স্থলবন্দর প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১২:১৩

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক বছরের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি দুই–ই বেড়েছে। গত ৩০ জুন শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে এই স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে ২৮৮ কোটি ৩২ লাখ টাকার পণ্য আমদানি হয়েছে। এ আমদানি ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২৬২ গুণ বেশি।


অন্যদিকে আমদানি বাড়লেও কমেছে রপ্তানি। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ওই রাজ্যগুলোয় ৬৮০ কোটি ১১ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৯৭ কোটি ৭০ লাখ টাকার পণ্য। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর এ স্থলবন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১৮ কোটি টাকার। এ স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ৫২৭ ট্রাক পণ্য আমদানি ও ৯ হাজার ২৯৮ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।


স্থলবন্দরটির ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এটি মূলত রপ্তানিমুখী বন্দর। তবে গত অর্থবছরে এই বন্দর দিয়ে গম ও চাল বেশি আমদানি হয়েছে। এর মধ্যে ৮৮ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও