বাকিতে পণ্য আমদানির ইউস্যান্স মেয়াদ পুনর্নির্ধারণ
শিল্প কাঁচামাল আমদানিতে ইউস্যান্স বা বাকিতে পণ্য আমদানির সুবিধার মেয়াদ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি কার্যক্রম সহজ ও বাস্তবসম্মত করতে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে এখন থেকে সর্বোচ্চ ২৭০ দিন অথবা ক্যাশ কনভার্সন সাইকেল- যেটি আগে শেষ হবে, সে পর্যন্ত ইউস্যান্স সুবিধায় আমদানি করা যাবে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়ে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে শিল্প কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষিযন্ত্র ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতা ঋণের আওতায় ইউস্যান্স মেয়াদ ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছিল। ওই সুবিধার মেয়াদ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন সিদ্ধান্তে সেই সুবিধা পুরোপুরি প্রত্যাহার না করে ব্যবসার বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকৃত নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) পরিস্থিতির সঙ্গে মিল রেখেই এই পুনর্নির্ধারণ করা হয়েছে।