![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/07/23/55a6dc8e5fb5dff33ce61b532c8e0958-62db7e7111e74.jpg)
হালসা স্টেশনে তেলবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১১:৪৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল ৮টার দিকে হালসা স্টেশনের পাশে লুক লাইনে (সাইড লাইন) তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি বগি থেকে প্রায় ৪২ টন তেল পড়ে যায়। ঘটনার পরপরই বগি উদ্ধারে কাজ করা হচ্ছে।
হালসা রেলওয়ের জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।