এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না: মির্জা ফখরুল

প্রথম আলো খালেদা জিয়ার গুলশান কার্যালয় প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৯:১৯

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি, বারবার বলেছি এবং আজও একই কথার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না।’


শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।


সরকারের পদত্যাগ দাবি করে মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে তাদের ব্যর্থতার জন্য, জনগণের ওপর দুঃসহ যন্ত্রণা চাপিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেওয়ার জন্য অবিলম্বে পদত্যাগ করতে হবে।’


নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলে বিএনপির মহাসচিব বলেন, সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও