![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-07%2F949911b4-54de-4871-b25f-312cd0a20c16%2Fsocial_media_reuters_220722_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=610)
বিশাল ধাক্কা আসছে সামাজিক মাধ্যমের আয় বৃদ্ধিতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৮:০৩
২০২১ সালে সামাজিক মাধ্যম বিশাল আকারে ফুলেফেঁপে ওঠার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি ৩৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার আটশ কোটি ডলারে পৌঁছায়। মহামারীর কারণে ব্র্যান্ডগুলোর বাজার প্রচারণার বাজেট বৃদ্ধি ও অনলাইন গ্রাহকদের কাছে পৌঁছানোর মাত্রা বাড়ানোকে এই বিক্রি বেড়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে রয়টার্স।
এর পর থেকে সামাজিক প্ল্যাটফর্মগুলো অবশ্য বিনিয়োগকারী ও কর্মীদের সতর্কবার্তা দিয়ে আসছিল যে, মুদ্রাস্ফীতির কারণে ওই সুসময় বেশি দিন থাকবে না। বরং এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে বিনিয়োগ কমিয়ে আনবে।