![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/03/17/23_rice-market_170317_0003.jpg/ALTERNATES/w640/23_Rice+Market_170317_0003.jpg)
৩৬৫০ টন চাল এসেছে ২০ দিনে, বাজারে প্রভাব নেই
সরকার শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমোদন দেওয়ার পর গত ২০ দিনে বিভিন্ন ধাপের প্রক্রিয়া শেষে তিন হাজার ৬৫০ টন চাল দেশে এসেছে; তবে বাজারে এর প্রভাব পড়েছে সামান্যই।
ইতোমধ্যে মোট পাঁচ ধাপে ৩৮০টি কোম্পানির অনুকূলে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের প্রধান মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ লাখ টন অনুমোদন দেওয়ার পরও আরও কিছু ব্যবসায়ী চাল আমদানি করার আগ্রহ দেখাচ্ছেন।
“আমরা আরও কিছু আবেদনের পরিপ্রেক্ষিতে সেগুলো অনুমোদন দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।”