যে কীর্তিতে সাকিবের পাশে পান্ডিয়া
মাত্র এক বছর আগেও দলে তাঁর জায়গা নিয়ে কত প্রশ্ন ছিল! চোট থেকে সেরে উঠেই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন, কিন্তু সেখানে বোলিং করেননি। কিন্তু বোলিংই না করতে পারলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে রাখার যৌক্তিকতা কী, এ নিয়ে সরব ছিল ভারতের ক্রিকেটসমাজ।
সেই হার্দিক পান্ডিয়াই এখন ভারতীয় দলে কত গুরুত্বপূর্ণ! মাঝে আইপিএলে গুজরাট টাইটানসকে শিরোপা জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। ভারতীয় দলেও নিয়মিত বোলিং তো করছেনই, উইকেটও পাচ্ছেন। ব্যাট হাতেও ছড়াচ্ছেন আলো।
ভারতের ক্রিকেট বিশ্লেষক ও পরিসংখ্যানবিদ কৌস্তভ গুড়িপতি জানাচ্ছেন, পুরোপুরি অলরাউন্ডার সত্তায় আবার দেখা দেওয়া পান্ডিয়া গতকাল একটা দারুণ কীর্তিও গড়েছেন। যে কীর্তি এর আগে ছিল শুধু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। কী কীর্তি? কোনো দলের বিপক্ষে তাদেরই মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ইনিংসে অন্তত ৪ উইকেট পাওয়া।