বিলে সাঁতরাতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে সাইমুর রহমান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুইনগার বিলে এ ঘটনা ঘটে। নিহত সাইমুর রহমান উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাইমুর রহমান তার দুই ভাতিজা অনিক (১৭) ও জোবায়েরকে (১৫) সঙ্গে নিয়ে গ্রামের গুইনগার বিলের পানিতে সাঁতার কাটতে যান। তিনজন একবার সাঁতার কেটে বিলের অপর প্রান্তে যায়। পুনরায় সাঁতার কেটে বিলের মাঝামাঝি আসতেই সাইমুর রহমান পানিতে তলিয়ে যান। অনিক ও জোবায়ের পারে উঠে চিৎকার দিলে স্থানীয়রা এসে বিলের পানি থেকে সাইমুর রহমানের লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। যতদূর শুনেছি ছেলেটির শ্বাসকষ্ট ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানিতে ডুবে মৃত্যু
- সাঁতার