বাবরের চোখধাঁধানো সেঞ্চুরিতে ম্যাচে ফিরল পাকিস্তান
৪১ ম্যাচে গড়ানো টেস্ট ক্যারিয়ারে ৭২ ইনিংসে তাঁর মাত্র সপ্তম সেঞ্চুরিই হলো। কিন্তু এরই মধ্যে বাবর আজম দুবার প্রশ্নটা তুলে দিতে বাধ্য করেছেন—এটিই কি টেস্টে তাঁর সেরা সেঞ্চুরি?
গত মার্চেই করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ম্যাচ বাঁচানো ১৯৬ রানের ইনিংসটি এখনো চোখে লেগে আছে। মাস তিনেক যেতে না যেতেই গল টেস্টের দ্বিতীয় দিনে আজ আবার বিস্ময়ে মুগ্ধ করে রেখেছেন বাবর। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পেয়েছেন, তাতে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে পাকিস্তান ইনিংস শেষ করতে পেরেছে ২১৮ রানে। কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেঞ্চুরিটা করেছেন পাকিস্তান অধিনায়ক, সেটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা গল্প হয়েই থাকবে।
তা-ও এমন দিনে সেঞ্চুরিটা এল, যেদিনে ইনিংসে ২১ রান করার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন বাবর, সেটিও রেকর্ড গড়েই। মাইলফলকটাতে পাকিস্তান তো বটেই, এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যেই দ্রুততম বাবর (২২৮ ইনিংস), সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে পঞ্চম দ্রুততম।