কমন সেন্স কী? চলতে হলে মানতে হবে যা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১৪:২৫

অফিসের ব্যস্ততম পরিস্থিতিতে বসের ডেস্কে গিয়ে বেতন বাড়াতে খোঁচানো শুরু করলেন নিম্নমানের পোস্টে চাকরি করা আপনি। বসের ধমক খেয়ে চুপসে গেলেন হঠাৎই ৷ পাশে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা কর্মচারী আস্তে করে বলে উঠলো ‘কমন সেন্স বাড়াতে হবে’।


এ নিয়ে বেশ ক’জনের মুখে হয়তো কমন সেন্স বা সাধারণ জ্ঞান বাড়ানোর কথা শুনেছেন। তবে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি, কোন কাজটি আপনার সাধারণ জ্ঞান বা কমন সেন্সের মধ্যে পড়ে আর কোনটি ভাবনার বিষয়।


চলুন ঝটপট জেনে নেওয়া যাক কয়েকটি সাধারণ জ্ঞান এর বিষয় যা রপ্ত করলে পদে পদে সাধারণ জ্ঞানের অভাবে ব্যক্তিত্বকে আহত করতে হবে না হয়তো। তার আগে জেনে নিন সাধারণ জ্ঞান বা কমন সেন্স আসলে কী।


ব্রিটানিকা ডিকশনারির তথ্য অনুসারে, কমনসেন্স হলো চিন্তা করার সক্ষমতা ও একটি ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য যুতসই আচরণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও