You have reached your daily news limit

Please log in to continue


বুসানে অ্যাওয়ার্ড জিতল নুহাশের সিনেমা

নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের হরর শর্ট ফিল্ম ‘মশারি’ বুসান ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালে জুরি চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে। এটি এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। ২২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং নুহাশের ভাগনি নাইরা ওনোরা সাইফ। অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা। উৎসবে অংশ নিতে নুহাশ ও অভিনেত্রী সুনেরাহ এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।


সুনেরাহ বলেন, ‘এই প্রথম আমি কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিলাম। প্রথম উপস্থিতিতেই দেশের জন্য কিছু নিয়ে আসতে পারলাম। নুহাশ কঠোর পরিশ্রমী ও সৃজনশীল এক নির্মাতা! ওর জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’


কাজের অভিজ্ঞতা জানিয়ে ‘ন ডরাই’-খ্যাত এ তারকা বলেন, ‘আমরা টানা পাঁচ দিন শুটিং করেছি। এর মধ্যে এক দিনও ঠিকমতো ঘুমাইনি আমরা কেউ। এমনও হয়েছে, আমরা শট দিচ্ছিলাম আর আমাদের ডিওপি ক্যামেরা হাতে ঘুমের ঘোরে পড়ে যাচ্ছিলেন! পুরো কাজটি হয়েছে একদম মেকআপবিহীন। শুধু ডার্ক সার্কেল বাড়ানো হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন