লাল ফিতায় বন্দি ভ্যাকসিন প্ল্যান্ট
গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্ট বা টিকা উৎপাদন ও গবেষণা কেন্দ্র প্রকল্প লাল ফিতার দৌরত্বে এক বছরেও কোনো অগ্রগতি দেখেনি।
এখন পর্যন্ত এর জন্য কেবলমাত্র কয়েকটি সভা হয়েছে এবং একটি প্রতিনিধিদল প্লান্টের জন্য নির্ধারণ করা স্থান পরিদর্শন করেছে। এতে করে উদ্বেগ তৈরি হচ্ছে যে দেশের শীর্ষ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই প্রকল্পটি শিগগির আলোর মুখ দেখবে না।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সম্প্রতি একটি বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নিতে বলেছে।
সংসদীয় কমিটির সদস্য ও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'জটিল সরকারি প্রক্রিয়ার কারণে প্রকল্পটির অগ্রগতি হয়নি। আমার মনে হয় না যে আগামী এক বছরের মধ্যে এই প্ল্যান্টের নির্মাণকাজ শুরু হবে।'
এই সংসদ সদস্য বলেন, 'তারা যে কর্ম পরিকল্পনা দিয়েছে, তা শেষ করতে এক বছর সময় লাগবে। তারপর তারা মূল প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করবে।'