উত্তর কোরিয়ার স্বীকৃতি পেল দোনেৎস্ক
দোনেৎস্ক পিপলস রিপাবলিককে (ডিপিআর) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া।
বুধবার দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন এ তথ্য জানান। খবর তাসের।
টেলিগ্রামে পুশিলিন লেখেন, দ্য ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিককে আজ স্বীকৃতি দিল। আন্তর্জাতিক পরিসরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয়তা আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়।
‘দোনবাস অঞ্চলের মানুষের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য’ উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান দোনেৎস্ক পিপলস রিপাবলিকের এ নেতা।