You have reached your daily news limit

Please log in to continue


আবারও শুরু হচ্ছে চ্যানেল আইয়ে সেরাকণ্ঠ

‘গানে আওয়াজ তোলো প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের ৪ এপ্রিল শুরু হয় রিয়ালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ। দেশ ও দেশের বাইরে থেকে বাংলা গানে প্রতিভাবান তরুণ-তরুণীদের পরিচয় করিয়ে দিতেই সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এই রিয়ালিটি শো। মধ্যে কয়েক বছর এই আয়োজন বন্ধ ছিল। বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘আবারও আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ, তোমরা তৈরি তো?’ এমন একটি ক্যাপশন দিয়ে চ্যানেল আই তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত ১৪ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ পোস্ট করেছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, খুব শিগগির শুরু হচ্ছে রিয়ালিটি শো সেরাকণ্ঠের নতুন আসর।


দেশের সংগীতাঙ্গনে এই মুহূর্তে যেসব কণ্ঠশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, তাঁদের কারও কারও শুরুটা হয় চ্যানেল আইয়ের রিয়ালিটি শো সেরাকণ্ঠ দিয়েই। এই আয়োজন থেকে ওঠে আসা দুজন সংগীতশিল্পীর একজন ইমরান, ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক ও সুরকারের পুরস্কার অর্জন করেন। একই প্ল্যাটফর্মের ২০০৯ সালের চ্যাম্পিয়ান কোনালও ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেন। তরুণ মেধাবীদের মধ্যে যাঁরা নিজেদের সংগীতাঙ্গনে মেলে ধরতে চান, তাঁদের জন্য আবার আসছে সেই সুযোগ। চ্যানেল আই থেকে জানানো হয়েছে, শিগগিরই শুরু হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন