ওয়াটারপ্রুফ স্পিকার নিয়ে সনি
তারবিহীন স্পিকারে নতুন সংযোজন করেছে সনি। প্রতি বছরই এ সময় নতুন ধরনের পণ্য আনে প্রতিষ্ঠানটি। এবার তারা এনেছে ওয়াটারপ্রুফ ওয়্যারলেস স্পিকার। নতুন তিনটি স্পিকার সনির এক্স সিরিজের। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এ স্পিকারগুলোয় শব্দ বিকৃতি কম হবে। খবর এনগ্যাজেট।
তিনটি স্পিকারের প্রথমে রয়েছে এসআরএস-এক্সজি ৩০০। এতে রয়েছে মাল্টিপল সাউন্ড ফিচার। মেগা বেজ ফিচারের পাশাপাশি এটি পরিষ্কার শব্দ দেয়। সনি জানিয়েছে, একবারের চার্জে এটি টানা ২৫ ঘণ্টা চলবে। ১০ মিনিট চার্জ দিয়ে ৭০ মিনিট চালানো যাবে স্পিকারটি। ১৫ জুলাই সনি বাজারে আনবে এটি। ধূসর ও কালো রঙে পাওয়া যাবে এবং দাম হবে ৩৫০ ডলার দাম।
এরপর থাকছে এক্সই-৩০০ মডেলের স্পিকারটি। পেন্টাগন আকৃতির স্পিকারটিকে সনি বলছে ‘গ্র্যাব অ্যান্ড গো’ ভার্সন। স্পিকারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বিস্তৃত স্থানে এর শব্দ পৌঁছতে পারে। একবার চার্জ দিয়ে স্পিকারটি ব্যবহার করা যাবে পুরো ২৪ ঘণ্টা। তবে ১০ মিনিটের চার্জে ১ ঘণ্টার বেশি সময় চলবে। এ স্পিকারও বাজারে আসবে ১৫ জুলাই। দাম ধরা হয়েছে ২০০ ডলার।