পটিয়ার সড়কে মৃত ৪ জনের পরিচয় মিলেছে
চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
আহতদের প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনাস্থলে নিহত পাঁচ জনই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। মৃত ছয় জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পটিয়া উপজেলার হাবিলাস ইউনিয়নের ফোলাইন গ্রামের নবাব মিয়ার ছেলে অটোরিকশাচালক ইসমাইল, পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রফিক। তিনি চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকার একটি কম্বলের দোকানে চাকরি করেন। চন্দনাইশের গাছবড়িয়া এলাকার বনিকপাড়া গ্রামের মিন্নাত ধরের ছেলে শুভ ধর (২৭) ও পটিয়া উপজেলার শোভনদণ্ডি ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮)।