ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে ভিড় কম, উত্তরবঙ্গ-খুলনাগামী ট্রেনে শিডিউল বিপর্যয়

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১২:০২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঢাকা থেকে মানুষের গ্রামের বাড়ি ফেরার চতুর্থ দিন আজ৷ তবে ঈদের ছুটি শুরু হওয়ার আজ দ্বিতীয় দিন৷ ঈদের ছুটি শুরু হওয়ার পর গতকাল ঈদযাত্রার প্রথম দিনে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিল, আজ শনিবার তেমন ভিড় নেই৷ আজ বেশির ভাগ রুটের ট্রেন নির্ধারিত সময়ের কম বিলম্বে ছাড়লেও উত্তরবঙ্গগামী ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে৷ খুলনাগামী ট্রেনেও একই ঘটনা ঘটেছে৷


আজ সকালে সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীরা লাইন ধরে টিকিট কাটছেন৷ কেউ রেলস্টেশনের দোকানগুলোতে সকালের নাশতা করছেন, কেউ টিকিট কাটার পরপরই ঢুকছেন প্ল্যাটফর্মে৷ উত্তরবঙ্গের যাত্রীদের অনেককে জিনিসপত্র নিয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে৷ গতকাল ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুরে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও চাপ ছিল৷ কিন্তু আজ তা অনেকটাই কম৷

সবচেয়ে বড় শিডিউল বিপর্যয় ঘটেছে উত্তরের জেলা নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেসের৷ সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে এখনো তা ছাড়েনি৷ ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় হিসেবে রেলওয়ের পক্ষ থেকে বেলা ৩টা ১০ মিনিটের কথা বলা হয়েছে৷ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া আটটায় ছাড়ার কথা ছিল৷ কিন্তু বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও ট্রেনটি ছেড়ে যায়নি৷ রেলওয়ের পক্ষ থেকে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় হিসেবে বেলা ১১টা ৩৫ মিনিটের কথা বলা হয়েছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও