You have reached your daily news limit

Please log in to continue


যে ২৫ গ্রামে ঈদ কাল

প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শনিবার পটুয়াখালীর ২৫ গ্রামে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন সকাল ৯টায় বদরপুর দরবার শরীফের মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।


শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

নামাজ শেষে পশু কুরবানি করার কথাও জানান তিনি।

এদিকে প্রতি বছরের মতো এবারো জেলার সব উপজেলার ২৫ গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বদরপুর দরবার শরীফের ছোট হুজুর সৈয়দ নাছির বিল্লাহ রব্বানী। 

তিনি বলেন, ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কুরবানিসহ সকল ধর্মীয় কাজ পালনে আহ্বান জানান তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন