ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন?
ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকার মধ্যে কিংবা আশেপাশে ঘুরতে চাইলে বেছে নিতে পারেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। নির্মল পরিবেশে দুদণ্ড জিরিয়ে নিতে চাইলে ঢুঁ মারতে পারেন গাছগাছালি ঘেরা পার্কে। জাদুঘরে ঘুরতে যেতে পারেন শিশুদের নিয়ে। জেনে নিন ঈদের ছুটিতে ঘোরা যায় এমন কিছু জায়গা সম্পর্কে।
টগি ওয়ার্ল্ড
বসুন্ধরা সিটির উপরে প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটো ফ্লোর নিয়ে সাজানো হয়েছে টগি ওয়ার্ল্ড। এখানে নাগরদোলা, বাম্পার কার, লিটল প্লেন, গেম জোনসহ একাধিক রাইড ও বিনোদনের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য। ঈদ উপলক্ষে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত টগি ওয়ার্ল্ডের দরজা খোলা থাকবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিশুমেলা
ঈদ উপলক্ষে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশুমেলা। বিভিন্ন ধরনের রাইড উপভোগ করা যাবে ৫০ টাকা খরচ করে। ঢুকতে প্রয়োজন হবে জনপ্রতি ১০০ টাকা।
জাতীয় চিড়িয়াখানা
মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা হতে পারে ঘোরাঘুরির জন্য চমৎকার স্থান। দেশি-বিদেশি নানা ধরনের পশুপাখির দেখা মিলবে এখানে। খোলা স্থানে শিশুরাও খেলার সুযোগ পাবে।
- ট্যাগ:
- লাইফ
- ঈদের ছুটি
- ঈদের ছুটিতে ঘুরে বেড়ানো