You have reached your daily news limit

Please log in to continue


মাত্র ৩০ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বললেন প্রোটিয়া তারকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের ব্যাটার লিজেল লি।  ২০২১ সালের আইসিসি বর্ষসেরা খেলোয়াড় লি ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন।  আজ শুক্রবার এক বিবৃতিতে ৩০ বছর বয়সী লিজেল লি বলেছেন যে, তিনি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে লিজেল লি দুটি টেস্ট, ১০০টি ওয়ানডে এবং ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন ।

তিনি ৩৩১৫ রান করে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সময়ে তিনি তিনটি সেঞ্চুরি এবং ২৩টি হাফ সেঞ্চুরিও করেছেন। টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিসহ তার সংগ্রহ ১,৮৯৬ রান। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক। এক বিবৃতিতে লিজেল লি বলেছেন, 'আমি মিশ্র অনুভূতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। খুব অল্প বয়স থেকেই আমি ক্রিকেট খেলতাম এবং আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। গত ৮ বছরে আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং আমি মনে করি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে আমি আমার সব কিছু দিয়েছি। আমি মনে করি আমি আমার ক্যারিয়ারের পরবর্তী পর্বের জন্য প্রস্তুত। ভবিষ্যতে আমি বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন