শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৫:২৬

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, দেশটির নারা শহরে শুক্রবার সকালে একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান।


সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানায়, বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও