গ্যাস ক্রয়ের প্রচেষ্টা ব্যর্থ, পাকিস্তানে জ্বালানি সংকট দীর্ঘ হওয়ার শঙ্কা
গ্যাস আমদানির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের জ্বালানি সংকট আরো কয়েক মাস ধরে অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।
ওয়াকেবহাল ব্যবসায়ীদের মতে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান এলএনজি বিলিয়ন একশ কোটি ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দরপত্রে একটিও প্রস্তাব পায়নি যাকে অস্বাভাবিক মনে করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানির ঘাটতির মাত্রা এবং অর্থনৈতিক সংকটের গভীরে থাকা একটি দেশের কাছে সরবরাহকারীদের পণ্য বিক্রি করতে অনীহা উভয়টিই এখানে ফুটে উঠেছে।
প্রায় এক মাসে এ নিয়ে চতুর্থবার পাকিস্তান এলএনজি ক্রয়ের দরপত্র এগিয়ে নিতে ব্যর্থ হলো৷ জ্বালানি ঘাটতির কারণে দেশটি ইতিমধ্যেই ঘন ঘন বিদ্যুৎহীনতার শিকার হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্যাস আমদানি
- জ্বালানি সংকট