
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে নির্বোধ ও গণ্ডমূর্খ বললেন মাস্ক
ডেইলি স্টার
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৬
ধনকুবের ও মার্কিন সরকারি কর্মদক্ষতা বিভাগ ডিওজিই'র (ডোজ) প্রধান ইলন মাস্ক দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে 'নির্বোধ' ও 'গণ্ডমূর্খ' বলে অভিহিত করেছেন। তিনি নাভারোর বুদ্ধিমত্তাকে 'এক বস্তা ইটের' সঙ্গে তুলনা করেন।
গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সহযোগী ও প্রধান মিত্রদের মধ্যে তার সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে বড় আকারে মতভেদ দেখা দিয়েছে, যার বড় উদাহরণ মাস্ক-নাভারোর এই বিবাদ।
ট্রাম্পের বেশ কয়েকটি বাণিজ্য পরিকল্পনার মূল স্থপতি হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী পিটার নাভারো।
আরও
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৈদেশিক বাণিজ্য নীতি