You have reached your daily news limit

Please log in to continue


ঈদকার্ড এখন কেবলই ইতিহাস

বাঙালি মুসলমানের জীবনে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বিশেষ আকর্ষণ ছিল ঈদকার্ড। প্রতি বছর প্রধান এই দুটি উৎসবের সময় কার্ড দিয়ে নিমন্ত্রণ বা শুভেচ্ছা জানাতেন অনেকেই। দুই ঈদের আগে নানান নকশার ও রঙের বিভিন্ন ধরনের বাহারি কার্ডের পসরা সাজিয়ে বসতো দোকানিরা। ক্রেতাদের ভিড়ে পা ফেলার মতো জায়গাও মিলতো না রাজধানীর পুরানা পল্টনের কার্ডপাড়ায়। সেসব এখন কেবলই ইতিহাস!

বুধবার (৬ জুলাই) ঢাকার এই ব্যস্ততম এলাকায় গিয়ে দেখা যায়, বিচিত্র সব কার্ডের দোকানগুলো খুলে বসে আছেন ব্যবসায়ীরা। সারি সারি তাকে আগের মতোই সাজানো রয়েছে কার্ড। বিয়ের কার্ড থেকে শুরু করে সুন্নাতে খতনা- সব ধরনের কার্ড শোভা পাচ্ছে। কেবল দেখা মিলছে না এক সময়ের তুমুল জনপ্রিয় ঈদকার্ডের। নেই ক্রেতাদের উপচেপড়া ভিড় আর বিক্রেতাদের বিরামহীন কর্মব্যস্ততা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন