কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাবতলীতে বাসের আসনসংকট, যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ

প্রথম আলো গাবতলী বাস টার্মিনাল প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ২০:০৬

রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসে আসন ফাঁকা নেই। লোকাল কিছু বাসে আসন ফাঁকা পাওয়া গেলেও তাঁরা যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছেন।


গাবতলী থেকে উত্তরাঞ্চলগামী শ্যামলী বাস কাউন্টার থেকে জানানো হয়, ঈদের আগের দিন পর্যন্ত শ্যামলীর কোনো টিকিট নেই। তখন সেই কাউন্টার থেকে ঢাকা-নওগাঁগামী বিআরটিসি বাসের টিকিট বিক্রি করা হচ্ছিল। বিআরটিসিকে প্রতি আসনের ভাড়া ১ হাজার ১০০ টাকা করে রাখতে দেখা যায়।


১ হাজার ১০০ টাকা দিয়ে বিআরটিসি বাসে নওগাঁ যেতে রাজি নন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাহাদ হোসেন নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, ‘শ্যামলীর বাস কাউন্টার থেকে বিআরটিসি বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। তাও আবার নন-এসি বাসের ভাড়া ১ হাজার ১০০ টাকা। অথচ ঢাকা থেকে নওগাঁর ভাড়া ৫৮০ টাকা। আরেকটু দেখব, তাই টিকিট কাটলাম না।’


কেন বাড়তি ভাড়া নিচ্ছেন জানতে চাইলে শ্যামলীর কাউন্টার মাস্টার শওকত আলী বাবু প্রথম আলোকে বলেন, ‘শ্যামলী বাসের কোনো টিকিট নেই। আমরা কিছু বাস রিজার্ভ নিয়ে চালাচ্ছি। বিআরটিসি বাস রিজার্ভ নেওয়ার সময় তাঁরা আমাদের কাছ থেকে বেশি টাকা রেখেছেন। তাই আমরাও বাড়তি ভাড়া নিচ্ছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও